টি-টোয়েন্টিতে নিমগ্ন থাকতে চান। এজন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস।


অবসরে যাওয়া নিয়ে তাকে নিয়ে এক বিবৃতি দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। সেখানে ৩০ টি-টোয়েন্টি, ২৭ ওয়ানডে ও তিন টেস্ট খেলা এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি আমার ক্যারিয়ারের বাকি সময়ের জন্য মনোযোগ টি-টোয়েন্টি ও অন্য ছোট ফর্যাটগুলোতে সরিয়ে নিচ্ছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭ উইকেট নেওয়া প্রিটোরিয়াস দুটি বিশ্বকাপে খেলেছেন এবং টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সেরা বোলিং ফিগার (পাকিস্তানের বিপক্ষে ৫/১৭) তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ব্যাটিং স্ট্রাইক রেটও (১৬৪) চোখে পড়ার মতো।
প্রিটোরিয়াস আরও বলেছেন, ‘ফ্রি এজেন্ট হলে ছোট ফরম্যাটের সেরা খেলোয়াড় হওয়ার লক্ষ্য অর্জন সহজ হবে। আমার ক্যারিয়ার ও পারিবারিক জীবনে ভালো ভারসাম্যও আসবে।’
#Proteas all-rounder Dwaine Pretorius retires from international cricket 🇿🇦
"I made one of the toughest decisions of my cricketing career. I have decided to retire from all forms of international cricket." – Pretorius 🗨️
Full statement 🔗 https://t.co/2MgXNFqePe#BePartOfIt pic.twitter.com/N4pX987Ktr
— Proteas Men (@ProteasMenCSA) January 9, 2023
আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে খেলছেন প্রিটোরিয়াস। দ্য হান্ড্রেডে খেলেছেন ওয়েলস ফায়ারের হয়ে। খেলেছেন সিপিএলেও। আসন্ন এসএ২০ তে ডাবান সুপার জায়ান্টস তাকে কিনেছে ৪১ লাখ র্যান্ডে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার হিসেবে তিনি ছিলেন শীর্ষ বাছাই। কিন্তু বৃদ্ধাঙ্গুলির ফ্র্যাকচারে অংশ নিতে পারেননি। তারপর থেকে সাদা বলের দলে মার্কো জানসেনের কাছে জায়গা হারান।
উল্লেখ্য, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডেথ ওভারে নজর কাড়েন তিনি। টুর্নামেন্ট শেষ করেন ৯ উইকেট নিয়ে, সেরা স্ট্রাইক রেট ছিল ৯.৭।