একই ম্যাচে দুই সেঞ্চুরি! আজম খানের ৫৮ বলে ১০৯ রানকে ম্লান করে দিলেন তারই স্বদেশি ব্যাটার উসমান খান। সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি করে খুলনার ১৭৮ রানের বিশাল স্কোরকে খুব সহজেই তাড়া করে চট্টগ্রামকে দারুণ এক জয় এনে দিলেন পাকিস্তানী ব্যাটার উসমান।


৫৭ বলে ১০২ রানে অপরাজিত থাকলেন চট্টগ্রামের ওপেনার, পাকিস্তানি উসমান। তার সঙ্গে ৫০ বলে ৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন নেদারল্যান্ডসের ব্যাটার ম্যাক্স ও’দাউদ।
এরই সাথে এবারের বিপিএলে নিজের প্রথম জয় তুলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করে খুলনা টাইগার্স এদিন ৫ উইকেটে ১৭৮ রান করে, জবাবে ১৯.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় বন্দরনগরীর দলটি।
ম্যাচ সেরার পুরস্কার জিতেন চট্টগ্রামের সেঞ্চুরিয়ান উসমান খান।
Usman Khan carried his bat today, getting to his first 💯 in T20s 👏
Smashing 15 boundaries, the opener led Chattogram Challengers to a comfortable win! #BPL2023
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 9, 2023