বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সপ্তম ম্যাচে আজ মিরপুরে প্রথম জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। রংপুরের বিপক্ষে ছয় উইকেটে জয়লাভ করেছে সাকিব আল হাসানের দল। ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ৪ বল হাতে রেখেই ছয় উইকেটে জয়লাভ করে বরিশাল।


এদিক আগে ব্যাট করে শোয়েব মালিকের অপরাজিত ৩৬ বলে ৫৪ রান আর রনি তালুকদারের ২৮ বলে ৪০ রানে ভর করে রংপুর রাইডার্স করে ৭ উইকেটে ১৫৮ রান। বরিশালের পক্ষে মিরাজ ও সিলভা ২টি করে। উইকেট নেন।
জবাবে মিরাজের ২৯ বলে ৪৩ রান, ইব্রাহিম জাদরানের ৫২ আর ইফতেখারের অপরাজিত ২৫ রানে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় পায় সাকিবের ফরচুন বরিশাল।
ম্যাচ সেরার পুরস্কার জিতেন মেহেদী হাসান মিরাজ।
BPL T20 2023: Match day 04
Match 07: Fortune Barishal vs Rangpur RidersFortune Barishal won by 6 wickets
Watch the match Live on Daraz app: https://t.co/Fisx68v30S
& Nagorik TVFor full match details: https://t.co/hTyuaT8VOp#BPL | #BCB | #Cricket pic.twitter.com/JivZ7cMHGj
— Bangladesh Cricket (@BCBtigers) January 10, 2023