গত মৌসুমে পাওয়া নিষেধাজ্ঞা এখনো শেষ হয়নি রোনালদোর। যে কারণে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলা হচ্ছে না এই পর্তুগীজ তারকার। তবে পিএসজির বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচ খেলতে তো আর কোন বাধা নেই। তাই তার অভিষেক হতে পারে সেই ম্যাচ দিয়েই।
গত মৌসুমের শেষ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এই নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিলেন রোনালদো। কিন্তু সেখানে এই নিষেধাজ্ঞা কাটানোর সুযোগ পাননি তিনি। তার আগেই ক্লাব পরিবর্তন হয়ে যায় এই তারকার।
ইতিমধ্যেই ক্লাব পরিবর্তন করে ইউরোপ ছেড়ে একেবারে এশিয়াতে চলে আসলেও নিষেধাজ্ঞা অবশ্য আটকে থাকেনি, তারাও রোনালদোর সঙ্গে সৌদি আরবের লিগেও চলে এসেছে।
আগামী ১৯ তারিখে আল নাসের এবং আল হিলালের প্লেয়ারদের নিয়ে গঠিত সেরা একাদশ খেলবে পিএসজির বিপক্ষে। এই ম্যাচ দিয়েই তাই অভিষেক হতে পারে রোনালদোর এমনটা ইঙ্গিত দিয়েছে আল নাসের কোচ।
তিনি বলেছেন, “রোনালদোকে সৌদির লিগে অভিষেকের জন্য আগের সাজা ভোগ করতে হবে। তবে পিএসজির বিপক্ষে ম্যাচে তার অভিষেক হতে পারে।”