বিপিএল শুরুর আগে থেকেই ছিল নানা বির্তক, সমালোচনা। টুর্নামেন্ট শুরুর পরও থেমে নেই সেই সমালোচনা। নামিদামি তারকা ক্রিকেটার না থাকা, আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, টুর্নামেন্ট শুরুর আগে প্র্যাকটিস কিট না পাওয়াসহ নানা কারণেই সমালোচিত হয়েছে বিপিএল। এবার বিসিবি যেন চিনতে ভুলে গেল দেশি আর বিদেশি ক্রিকেটারও।


মঙ্গলবার (১০ জানুয়ারি) বিসিবি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ঢাকা ডমিনেটরস ও সিলেট স্ট্রাইকার্সের একাদশ প্রকাশ করে। আর সেখানেই বিরাট এক ভুল করে বসে বিসিবি।
বিসিবির অফিশিয়াল পেজে প্রকাশিত ছবিতে সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসানকে বিদেশি ক্রিকেটার হিসেবে উপস্থাপন করে তারা। জাকির হাসানের নামের পাশে বিদেশি ক্রিকেটারদের জন্য যে সংকেত ব্যবহার করা হয় সেটিও ব্যবহার করে বিসিবি। জাকির হাসানকে বিদেশি ক্রিকেটার বানিয়ে বিসিবি দলটির পাকিস্তানি ক্রিকেটার হারিসকে দেশি ক্রিকেটার হিসেবে প্রদর্শন করে।
ইতোমধ্যেই বিসিবির এমন ভুলে সমালোচনা শুরু করেছে ক্রিকেটপ্রেমীরা। সেই ছবিতে ভক্তরা বিসিবির প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করছে। সেই পোস্টে একজন মন্তব্য করেন, ‘নিজের দেশের প্লেয়ার জাকির হাসানকেও চেনেন না। এটা দুঃখজনক। তাকে বিদেশি খেলোয়াড় বানিয়ে দিলেন। বাহ্ বাহ্ বাংলাদেশের ক্রিকেট পেজ।’