বিপিএলের নবম আসরে টানা চার ম্যাচে জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার। ওই জয়ে টানা তিন ম্যাচে ফিফটি পেয়েছেন তরুণ তৌহিদ হৃদয়। ম্যাচ সেরার হ্যাটট্রিক করেছেন তিনি। কিন্তু এর মধ্যেই খারাপ সংবাদ পেয়েছে সিলেট।


ইনজুরিতে পড়েছেন দলটির সেরা পারফর্মার তৌহিদ হৃদয়। ৪৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। এরপর ফিল্ডিংয়ের সময় আঙুলের ইনজুরিতে পড়েন।
দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারে বোলিং করছিলেন রেজাউর রহমান রাজা। পয়েন্টে ফিল্ডিং করতে গিয়ে ব্যর্থা পান তিনি। তাকে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যেকারণে দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার নেওয়ারও সুযোগ হয়নি হৃদয়ের। তার হয়ে ম্যাচ সেরার পুরস্কার নেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এদিকে হৃদয়ের ইনজুরির অবস্থা এখনও পরিষ্কার করা হয়নি। তবে ঢাকা পর্বে চারটি ম্যাচ খেলে ফেলা সিলেটের পরবর্তী ম্যাচ ১৬ জানুয়ারি। তৌহিদের তাই সুস্থ হয়ে যাওয়ার আশা করতে পারে দলটি।