তৌহিদ হৃদয় নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। চলতি বিপিএলে আছেন আগুনে ফর্মে। এর আগে কখনও এই টুর্নামেন্টে ফিফটি না পাওয়া হৃদয় হ্যাটট্রিক ফিফটিতে আছেন সর্বোচ্চ রানের তালিকার শীর্ষে। এ ছাড়াও এবারের বিপিএলে তিন ম্যাচে মাঠে নেমে তিনটিতেই হয়েছেন ম্যাচসেরা।


তবে দুর্ভাগ্যজনকভাবে এবার টুর্নামেন্ট থেকে দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন সিলেটের এই তরুণ ব্যাটসম্যান। মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েন ২২ বছর বয়সী এই ক্রিকেটার।
ব্যাট হাতে ৮৪ রান করার পর ফিল্ডিংয়ের সময় বাম হাতের আঙুলে আঘাত পান হৃদয়। ঢাকার ইনিংসের ১২তম ওভারে নাসির হোসেনের শট তালুবন্দি করতে গিয়ে এই ক্রিকেটারের আঙুল ফেটে রক্ত ঝরে। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে আট সেলাই দেওয়া লাগে হৃদয়ের হাতে।
এই বিষয়ে সিলেটের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দীন জানিয়েছেন, ‘সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার তৌহিদ হৃদয়ের আঙুলে ৮টি সেলাই দেওয়া হয়েছে। আমাদের মেডিকেল টিম থেকে তাকে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। এই সময়ে তার নিয়মিত ড্রেসিং করা হবে এবং ফলোআপে রাখা হবে।
হৃদয় মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা ডোমিনেটর্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েছিল। ঢাকার ব্যাটিং ইনিংসের ১২তম ওভারের সময় সিলেট বোলার রেজাউর রাজার বলে নাসির হোসেনের শট ফেরাতে গিয়ে পয়েন্টে থাকা হৃদয়ের আঙুলে আঘাত পায়।