মাত্র দুই ম্যাচ খেলেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে গেছেন তিন বিদেশি ক্রিকেটার৷ ডেভিড মালান, ফজলহক ফারুকি ও মোহাম্মদ নবি এই তিন ক্রিকেটার চলে গেছেন আবুধাবিতে টি-টোয়েন্টি লীগ খেলতে। তার স্থান পুরণ করতে কুমিল্লা দলে যোগ দিলেন আরো দুই বিদেশি তারকা৷


পাকিস্তানি পেসার হাসান আলি, লেগস্পিনার আবরার আহমেদ ও ক্যারিবীয় ব্যাটার চ্যাডউইক ওয়ালটনের খুব শিগগিরই কুমিল্লার হয়ে খেলতে আসার কথা শোনা গিয়েছিল। সেই তিনজনের দুজন, পাকিস্তানি লেগস্পিনার আবরার আহমেদ ও ক্যারিবীয় উইলোবাজ চ্যাডউইক ওয়ালটন আজ বুধবারই চলে এসেছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স মিডিয়া ম্যানেজার সোহান উজ জামান খান নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন। এই দুই বিদেশি এরই মধ্যে চট্টগ্রামে দলের সঙ্গে মিলিত হয়েছেন।
Pakistani spinner Abrar has joined the Comilla Victorians team.
#WinOrWin #ComillaVictorians #Bpl2023 #Abrar #Arrived pic.twitter.com/TbJlDEZ6SC— Comilla Victorians (@comilla_v_bd) January 11, 2023
ঢাকা পর্বের শেষ দিন গতকাল মঙ্গলবার খেলা ছিল না কুমিল্লার। মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যরা গতকালই ঢাকা থেকে চট্টগ্রাম চলে গেছেন।