রাস্তার পাশেই ছিল মঞ্চ। সাকিব আল হাসান চট্টগ্রামে এসেছিলেন পুমার শো-রুম উদ্বোধন করতে। মঞ্চে সবার সঙ্গে দাঁড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ করেই স্টেজে লাফিয়ে উঠেন এক তরুণ। এসে জড়িয়ে ধরেন সাকিবকে। সঙ্গে সঙ্গেই তাকে স্টেজ থেকে নামিয়ে আনেন নিরাপত্তাকর্মীরা।


এদিকে অনুষ্ঠানের পর জানা গেছে, ওই তরুণের নাম তারেক। থাকেন চট্টগ্রামের কদমতলীতে। জানিয়েছেন সাকিবকে জড়িয়ে ধরতে চাওয়ার কারণ।
দেখুন ভিডিওটি –
— SportsZone24 (@Sportszone24bd) January 12, 2023
তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে একবার চেয়েছিলাম স্টেডিয়ামে ছবি তুলতে, পারি নাই। এরপর চিন্তা করলাম এখানে জড়িয়ে ধরি একবার। ভালোবেসে বুকে টেনে নেই।’
তিনি আরও বলেন, ‘২০১৭ থেকে ইচ্ছে সাকিব ভাইয়ের সঙ্গে একবার ছবি তুলবো। তামিম ভাইয়ের সঙ্গে ছবি হয়ে গেছে, মিরাজ ভাই, লিটন দাসের মঙ্গে আছে। সবার সঙ্গে ছিল, শুধু সাকিব ভাইয়েরটা বাকি ছিল। ’
কেন হঠাৎ জড়িয়ে ধরতে গিয়েছিলেন জানতে চাইলে তারেক বলেন, ‘আমি বুঝতে পারিনি সাকিব ভাই আসবে। এমএ আজিজ থেকে বের হয়ে জিজ্ঞেস করলাম ভাই এখানে কী হচ্ছে। পরে বলে সাকিব ভাই আসতেছে। গাড়ির থেকে যখন নামতেছে, তখন চেষ্টা করেছিলাম লাফিয়ে স্টেজে উঠে জড়িয়ে ধরতে। আমি একজন ক্রিকেট খেলোয়াড়, সাকিব ভাইকে জড়িয়ে ধরার ইচ্ছে ছিল।’
কোনো ভয় করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তখন ভয় করেনি। আসলে এটা বিবেকে ছিল না। ভালোবাসার টানে ভাইয়াকে জড়িয়ে ধরবো এটাই মাথায় ছিল। ’
তথ্য- বাংলানিউজ