ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ভালো ছিল পাকিস্তানের। ৬ উইকেটের জয়ে মিশন শুরু করা বাবর আজম দ্বিতীয় ম্যাচে হেরে যায় ৭৯ রানের বড় ব্যবধানে। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচেও পারেনি স্বাগতিকরা। শুক্রবার নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছে পাকিস্তান। দারুণ জয়ে ২-১ ব্যবধানে ৪৬ বছর পর এই প্রথম পাকিস্তানের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড।


করাচিতে আগে ব্যাট করতে নেমে ফখর জামানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৮০ রান করে পাকিস্তান। জবাবে ১১ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌছায় নিউজিল্যান্ড। ১৪ বছর পর ভারতীয় উপমহাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। এর আগে ২০০৮ সালে সর্বশেষ ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল কিউইরা বাংলাদেশের মাটিতে।
জয়ের লক্ষ্যে খেলতে নামা কিউইদের হয়ে সেঞ্চুরির দেখা পায়নি কেউ। তবে ফিফটি এসেছে তিনটি। ৪২ বলে চারটি করে চার-ছক্কায় সর্বোচ্চ ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। অধিনায়ক কেন উইলিয়ামসন ৫৩, ডেভন কনওয়ে ৫২ রান করেন। ওপেনার ফিন অ্যালেন ২৫, ড্যারেল মিচেল ৩১ রান করেন।
বল হাতে পাকিস্তানের হয়ে আঘা সালমান ১০ ওভারে ৪২ রানে নেন দুটি উইকেট। ওয়াসিম দুটি, নওয়াজ ও উসামা মির একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নামা পাকিস্তানের হয়ে ব্যাট হাতে দারুণ করেন ওপেনার ফখর জামান। ১২২ বলে তিনি খেলেন ১০১ রানের ইনিংস। ১০ চারের পাশাপাশি এক ছক্কাও হাকান তিনি। শান মাসুদ রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক বাবর করেন মাত্র ৪ রান। তবে রিজওয়ান করেন ৭৭ রান। আঘা সালমান ৪৫, হ্যারিস সোহেল ২২ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার টিম সাউদি। লকি ফার্গুসন দুটি, ব্রেসওয়েল ও সোধি নেন একটি করে উইকেট।
– Australia won their first Test series in Pakistan in 24 years.
– England won their first ever Test series in Pakistan by 3-0.
– New Zealand win their first ODI series in Pakistan in 46 years.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 13, 2023