নাইট রাইডার্স প্রথম ম্যাচেই বিশাল হারের মুখে পড়লো নারিন-রাসেলদের দলটি। শুক্র ১৩ জানুয়ারি শুরু হয়েছে আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইএল টি-টোয়েন্টি-২০২৩। প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালস বিপক্ষে বড় হার দিয়ে যাত্রা শুরু করলো শাহরুখ খানের দল আবুধাবি নাইট রাইডার্স।


আবুধাবি নাইট রাইডার্স প্রথম ম্যাচেই বিশাল ব্যবধানে হারলো। আন্দ্রে রাসেল, সুনিল নারিন, পল স্টার্লিংয়ের নাইট রাইডার্স দলটি দুবাই ক্যাপিটালসের বিপক্ষে হেরেছে ৭৩ রানে।
দুবাইয়ে এদিন টসে জিতে দুবাই ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠায় নাইট রাইডার্স অধিনায়ক সুনীল নারিন। ব্যাট করতে নেমে অধিনায়ক রাভমন পাওয়েলের ৪৮ আর ওপেনার রবিন উপ্পামার ৪১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান করে আবুধাবি ক্যাপিটালস। এছাড়া জো রুট ও সিকান্দার রাজা ২৬ রান করে করেন।
নাইট রাইডার্সের পক্ষে আলি খান ও রবি রামপাল দুইটি করে উইকেট নেন।
জবাব দিতে নাইট রাইডার্স ব্যাটিংয়ে নামলে ওপেনার পল স্টার্লিং ৫৪ রান করলেও আর নাইটদের আর কেউ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি। শেষমেষ ২০ ওভারে ৯ উইকেটে ১১৪ রান করে।
দুবাই ক্যাপিটালসের পক্ষে আকিফ রাজা, পাওয়েল ও মুজিব উর রহমান দুইটি করে উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেন দুবাই ক্যাপিটালস অধিনায়ক রভমান পাওয়েল।
One for the history books 📖@Dubai_Capitals WIN THE FIRST #DPWorldILT20 GAME 👏 #ALeagueApart #DCvADKR pic.twitter.com/l4Z5GXPVxr
— International League T20 (@ILT20Official) January 13, 2023
উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হয় আবুধাবি নাইট রাইডার্স। ১২ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্ট হবে দুবাই, শারজা এবং আবুধাবি ক্রিকেট স্টেডিয়াম।
— International League T20 (@ILT20Official) January 13, 2023