• বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)
  • ক্রিকেট
    • টি-২০ বিশ্বকাপ
    • আইপিএল
  • বাংলাদেশ ক্রিকেট
    • বিপিএল
  • ফুটবল
    • বাংলাদেশ ফুটবল
    • ক্লাব ফুটবল
    • কাতার বিশ্বকাপ ২০২২
  • ফিচার
  • অন্যান্য খবর
    • গ্লিটজ
  • ভিডিও
    • লাইভ টিভি
Sportszone24 Bangla
  • বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)
  • ক্রিকেট
    • টি-২০ বিশ্বকাপ
    • আইপিএল
  • বাংলাদেশ ক্রিকেট
    • বিপিএল
  • ফুটবল
    • বাংলাদেশ ফুটবল
    • ক্লাব ফুটবল
    • কাতার বিশ্বকাপ ২০২২
  • ফিচার
  • অন্যান্য খবর
    • গ্লিটজ
  • ভিডিও
    • লাইভ টিভি
No Result
View All Result
Sportszone24 Bangla
  • বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)
  • ক্রিকেট
    • টি-২০ বিশ্বকাপ
    • আইপিএল
  • বাংলাদেশ ক্রিকেট
    • বিপিএল
  • ফুটবল
    • বাংলাদেশ ফুটবল
    • ক্লাব ফুটবল
    • কাতার বিশ্বকাপ ২০২২
  • ফিচার
  • অন্যান্য খবর
    • গ্লিটজ
  • ভিডিও
    • লাইভ টিভি
No Result
View All Result
Sportszone24 Bangla
No Result
View All Result
  • বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)
  • ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • ফুটবল
  • ফিচার
  • অন্যান্য খবর
  • ভিডিও
Home বাংলাদেশ ক্রিকেট বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)

বাবা হারানো রবিউলের অনুপ্রেরণা ক্রিশ্চিয়ানো রোনালদো

জানুয়ারি ১৪, ২০২৩
in বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)
Reading Time: 2 mins read
বাবা হারানো রবিউলের অনুপ্রেরণা ক্রিশ্চিয়ানো রোনালদো
Share on FacebookShare on Twitter
Website Banner

দু হাত বুকে জমাট বাঁধে কখনো, কখনো তিনি ছড়িয়ে দেন দু পাশে। উদযাপনটা আপনার ভীষণ পরিচিত, অনেক বেশি চেনা। ওল্ড ট্রাফোর্ডে, সান্তিয়াগো বার্নাব্যুয়, তুরিনে বহুবার আপনি এমন কিছু করতে দেখেছেন একজনকে। ক্রিস্তিয়ানো রোনালদো দু হাত মেলে ‘সিউউউ’ করেছেন অবিশ্বাস্য সব অর্জনের পরে।

পৃথিবীজুড়ে চর্চিত হয়েছে তার কঠোর পরিশ্রম, হাল না ছাড়া আর স্বপ্নের গল্প। কোথাও কোথাও হৃদয়েও গেঁথে গেছে কারো কারো।

SportsZone24 SportsZone24

যাদের বুকে, স্বপ্নে, মন ও মননে জমেছেন রোনালদো, রবিউল হক তাদেরই একজন। আপনি হয়তো দেখেছেন তাকেও, বিপিএলে; উইকেট নেওয়ার পর রোনালদোর সেলিব্রেশনে।

অথচ রবিউলের জীবনে আঁধার নেমে এসেছিল কখনো। বাবার মৃত্যুর তারিখ তিনি বলতে পারেন এক নিমিষে, ভাইদের সেক্রিফাইস তার মুখে আসে; ছলছল চোখ যেন বাঁধ মানতে চায় না এরপর। রবিউল কাঁদেন না। গল্প বলতে বলতে হঠাৎ তিনি বলেন, ‘আমি আবেগী হয়ে যাচ্ছি…’

জীবনের প্রথম সংবাদ সম্মেলন জানান মাঝে। একটু আগে রংপুর রাইডার্সকে জিতিয়ে এসেছেন চার উইকেট নিয়ে। রঙিন দুনিয়া রবিউল দেখছেন এখন। অথচ এক বছর আগেও তার দুনিয়ায় জমেছিল অভিমান। বাকি দুই ভাইকে দেখে ক্রিকেট খেলা শুরু করেন। বাবা বাধ সাঁধেন তাতে, ‘একজনকে নিয়ে ঝুঁকি নিতে পারি। সবাইকে না…’ বলেন এমন।

সেই বাবা মারা গিয়েছিলেন ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি। অনেকদিন ক্যারিয়ারে গতিপথ খুঁজে না পেয়ে কখনো কি হাল ছেড়ে দিতে চেয়েছিলেন? জানতে চাইতেই রবিউল বর্ণনা করেন দুঃখের ওই সময়, ‘বাবা আমার ক্যারিয়ার নিয়ে অনেক টেন্সড ছিলেন। প্রায় দেড় বছর ইনজুরিতে ছিলাম। উনি হয়তোবা অনেক টেনশন করতেন…আমার কী হবে ক্যারিয়ারে এমন ভাবতেন। আমি কখনও ভাবতাম না। ’

RelatedPosts

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারকে উড়িয়ে আনছে বরিশাল

রনি ঝড়ে শীর্ষে থাকা সিলেটকে হারালো রংপুর

১০-১২ বছর ক্রিকেট খেলছেন, কমনসেন্স থাকা উচিত – মোহাম্মদ সালাউদ্দীন

বাবার দুশ্চিন্তা দূর হয়ে গিয়েছে ঠিকই, তিনি দেখে যেতে পারেননি। রবিউল হক বাবার মৃত্যুর এক দিন পরই দল পান ঢাকা প্রিমিয়ার লিগে। এবার বিপিএলে হলেন ম্যাচসেরা। রবিউল আফসোস করেন টিভিতে ছেলের খেলা দেখার পর বাবা এনামুল হক সরকারের খুশির কথা ভেবে, ‘সবসময় ব্যাক অব দ্য মাইন্ডে কাজ করে হয়তো আজকে বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন এরকম লাইভ ম্যাচে দেখলে। ’

রবিউলের জীবনজুড়ে মেনে চলেন দুই পথ- পরিশ্রম করেন, চাওয়া-পাওয়ার বাকিটুকু সৃষ্টিকর্তার কাছেই ছেড়ে দেন। ভালো-খারাপটুকু হাত পেতে নিতে দ্বিধা করেন না এতটুকু। স্বপ্ন দেখেন, বেঁচে থাকেন, গল্প তৈরি করতে চান রোনালদোকে দেখে। ২০০৬-০৭ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সিতে দেখে প্রেমে পড়া তার। পরে রিয়াল মাদ্রিদে আসার পর হৃদয়ে জায়গা দেওয়া। জার্সির নম্বরটাও তার সঙ্গে মিলিয়ে রাখা।

ক্রিস্তিয়ানো রোনালদো রবিউলকে বিস্মিত করে যান এখনও, ‘খুব খারাপ পরিস্থিতিতেও দলকে যেকোনো ভাবে কামব্যাক করাতে পারেন, বড় মঞ্চেও। এরকম একটা বিশ্ব মহাতারকার কাছ থেকে কিছুটা হলেও যদি আমি নিজের ভেতর নিতে পারি… কঠোর পরিশ্রম, শক্ত মানসিকতা, যাই বলেন। আমার জন্য এসব অনেক সৌভাগ্যের ব্যাপার হবে। ’

‘রিয়াল মাদ্রিদে সুপার সিজন কাটানোর পরে এত চ্যাম্পিয়ন্স লিগ, এত ট্রফি… জুভেন্টাসে যাওয়ার পর… এখনও তার শক্ত মানসিকতার পরিচয় যেভাবে দিয়ে যাচ্ছেন এটা অনেক বড় কিছু। রোনালদোর এসব অনুসরণ করা হয়। নিজেকেও পাম্প আপ করি, একটা মানুষ কঠোর পরিশ্রম দিয়ে এত কিছু করতে পারলে আমিও মানুষ…অনেক কিছু করতে পারব। ’

রবিউলকে সংবাদ সম্মেলনে আসতে আসতে থামতে হয়েছে কয়েকবার। ছবি তুলেছেন কেউ কেউ, ফ্রেমবন্দি হওয়ার আবদার গিয়েছে পরেও। রবিউল এসবে অভ্যস্ত নন একদমই। কঠিন সময় পাড় করেও লম্বা সময় আসেননি প্রাদপদীপের আলোয়।

২০১৮ সালে খেলেছেন যুব বিশ্বকাপে। এরপর দুবার দল পেয়েছেন বিপিএলেও, আলাদা করে চেনাতে পারেননি নিজেকে। এবার এনসিএলে ১৭ উইকেট নিয়েছিলেন ৪ ম্যাচেই, ছিল ফাইফারও। অথচ প্রিমিয়ার লিগে দল না থাকার শঙ্কায়ও থেকেছেন একটা সময়। তখন তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন একজন- ক্রিস্তিয়ানো রোনালদো।

রবিউল তাই প্রতিবার উইকেট উদযাপনে ফিরিয়ে আনেন তাকে, ‘আমার উদযাপন নিয়ে সবাই অনেক উৎসুক। উদযাপনের পেছনে যে আইনকনিক মানুষটা (ক্রিস্তিয়ানো রোনালদো) আছেন আমার জন্য তিনি অনেক গুরুত্বপূর্ণ। আসল কথা হচ্ছে প্রত্যেকটা খেলোয়াড় কাউকে না কাউকে অনুসরণ করে, আমিও একজনকে অনুসরণ করি। রোনালদোর ওয়ার্ক ইথিকস, কঠোর পরিশ্রম, শক্ত মানসিকতা সবকিছুই। ’

রবিউল হক অনেক কথাই বলেন। কেমন উইকেটে খেলেছেন, দলের নামী তারকাদের থেকে কেমন শিখছেন, কোথায় দেখতে চান নিজেকে; এসবও। রবিউল বলেন দুই ভাইয়ের কথা। কাঁদতে কাঁদতেও চোখের জল আটকান হয়তো শুধুই আনুষ্ঠানিকতার খাতিরে। বলেন দুই ভাইয়ের সেক্রিফাইসের কথা।

রবিউল স্মরণ করেন বিশেষ কাউকেও, ‘একজনের কথা না বললেই নয়। তিনি আমার একাডেমির কোচ নাদিম সাজ্জাদ ভাই। যখন আমি অনূর্ধ্ব-১৮ খেলি, তখন আমার কিছুই ছিল না। উনি এতটা সাহায্য করেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। উনাকে কখনো কিছু দিয়ে ধন্যবাদ জানাতে পারিনি। নাদিম ভাই, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। ’

‘শুভকামনা রবিউল’ শুনতে শুনতে সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে যান রবিউল। কার্পেটে ধাক্কা খাওয়ার পর বলে যান ‘সমস্যা নেই…’। যারা শেকড় ভুলে না সাফল্যের চূড়াতে উঠে, টিকে থাকার লড়াই করতে পারে, কাঁদতে জানে; ঝামেলা থাকে না এসব মানুষের। রবিউল তো তাদেরই একজন। তার সিঁড়ি বেড়ে উপরে উঠা অপেক্ষার গল্প মধুরই শোনায়।

GDH-Delivery1-580X400
Tags: ক্রিশ্চিয়ানো রোনালদো

Online Now

স্পোর্টসজোন টোয়েন্টিফোর ডট কম “২৪ ঘণ্টা খেলাধুলার তাজা খবর” প্রতি মুহুর্তে সব ধরণের খেলার খবর, লাইভ স্কোর, ফিচার ফটো, ব্রেকিং নিউজ, ভিডিও, খেলা ও খেলোয়াড়দের পরিসংখ্যান এবং ফিচার সমৃদ্ধ পূর্ণাঙ্গ অনলাইন স্পোর্টস পোর্টাল।

  • Home
  • About US
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
For Advertising Please Call Us or Massage WhatsApp +8801796407074

© 2022 স্পোর্টসজোন টোয়েন্টিফোর.কম

No Result
View All Result
  • বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)
  • ক্রিকেট
    • টি-২০ বিশ্বকাপ
    • আইপিএল
  • বাংলাদেশ ক্রিকেট
    • বিপিএল
  • ফুটবল
    • বাংলাদেশ ফুটবল
    • ক্লাব ফুটবল
    • কাতার বিশ্বকাপ ২০২২
  • ফিচার
  • অন্যান্য খবর
    • গ্লিটজ
  • ভিডিও
    • লাইভ টিভি

© 2022 স্পোর্টসজোন টোয়েন্টিফোর.কম

300-250