বাংলাদেশ প্রিমিয়ার লীগের নবম আসরের খেলা চলছে৷ ঢাকার প্রথম পর্ব শেষ করে বিপিএল এখন চট্টগ্রামে। এবার বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে যোগ দিলেন পাকিস্তানের তারকা উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আজ সকালে তিনি ঢাকায় পৌছালে হেলিকপ্টারে উড়িয়ে তাকে চট্টগ্রামে নিয়ে যায় কুমিল্লা কতৃপক্ষ।


আজকে দিনের প্রথম ম্যাচেই কুমিল্লা লড়বে ফরচুন বরিশালের বিপক্ষে। দুপুর ১.৩০ মিনিটে চট্টগ্রামে গড়ানো এই ম্যাচটিতে খেলতেই রিজওয়ান গেলেন হেলিকপ্টারে। এর আগে দলটির হয়ে খেলতে এসেছিলেন ডাভিড মালান, মোহাম্মদ নবী, এবং ফজল হক ফারুকী। যদিও এই তিন ক্রিকেটার কুমিল্লার হয়ে দুই ম্যাচ খেলেই আবার ফিরে গেছেন।
Mohammad Rizwan has just arrived in Chattogram. 🔥#WinOrWin #ComillaVictorians #Bpl2023 #Rizwan pic.twitter.com/MBtPcWNiMu
— Comilla Victorians (@comilla_v_bd) January 14, 2023
এরপর কয়েকদিন আগে কুমিল্লা শিবিরে যোগ দিয়েছিলেন আবরার আহমেদ, হাসান আলি এবং চাডউইক ওয়ালটন। এবার তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান যোগ দিলেন তিন বারের চ্যাম্পিয়নদের দলে।