রোনালদিনহো ব্রাজিলের এই সাবেক তারকা ফরোয়ার্ড ছেলে জোয়াও মেন্ডেস ডি আসিস মোরেইরা বার্সেলোনায় খেলার চেষ্টা করছেন। বর্তমানে তিনি সেখানে আছেন এবং অনূর্ধ্ব-১৯ দলে ট্রায়াল দিচ্ছেন।


রোনালদিনহোর সাবেক কাতালান ক্লাবটিতে ১৭ বছর বয়সী এই ফুটবলার স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হতে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত করেন নি। তবে আশা করা যাচ্ছে ক্লাবে জায়গা পাবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো ছেলে।
Ronaldinho's son João Mendes is reportedly currently on trial with Barcelona's U19 team 😏 pic.twitter.com/n6EJiJ4OT4
— Transfermarkt.co.uk (@TMuk_news) January 13, 2023
রোনালদিনহোর ছেলে জোয়াও ১৪ বছর বয়স থেকে ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর হয়ে খেলছিলেন। কিন্তু এই বছর তার চুক্তি বাতিল হয়েছে সেখানে। সে কারণেই তিনি বার্সেলোনায় এসেছেন ট্রায়াল দিতে। জোয়াও খেলেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে। তার সঙ্গে এসেছেন তার পরিবারের কয়েকজন সদস্য।
Ronaldinho's son is currently on trial with Barcelona's U19 team, a source has confirmed to @samuelmarsden and @moillorens 👀🇧🇷 pic.twitter.com/RihBfMHqaK
— ESPN FC (@ESPNFC) January 12, 2023
ট্রায়ালে অবশ্য ধৈর্য্য ধারণ করতে বলা হয়েছে রোনালদিনহোর ছেলেকে। কারণ, দক্ষিণ আমেরিকা থেকে এসে নতুন একটি দেশে, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে তার। এই সময়ে তিনি নিয়মিত বার্সার যুব ‘এ’ দলের সঙ্গে অনুশীলন করবেন। তাকে তত্ত্বাবধান করবেন কোচ অস্কার লোজেপ ও সহকারী কোচ জাভিয়ের সাভিওলা, যারা একসময় রোনালদিনহোর সঙ্গে বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন।
উল্লেখ্য, বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদিনহো বার্সেলোনার হয়ে ২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ২০৭ ম্যাচ খেলে ৯৪ গোল করেছিলেন। কাতালানদের হয়ে তিনি ২০০৬ সালে জিতেছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ। এছাড়া দুইটি লা লিগার শিরোপাও জিতেছিলেন।