বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারিয়ে আসরে তৃতীয় জয় তুলে নিল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। আর এই জয়ে সবচেয়ে বড় অবদান অধিনায়ক সাকিব আল হাসানের।


এবারের বিপিএলে ফরচুন বরিশালের প্রথম ম্যাচেই ৩২ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজ (শনিবার) ৪৫ বলে সাকিব খেলেছেন ৮১ রানের ইনিংস। অধিনায়কের যে ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ফরচুুন বরিশাল। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান করে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বরিশাল। মেহেদি হাসান মিরাজ (৬) ওপেনিংয়ে এবার সুবিধা করতে না পারলেও শুরু থেকেই মারমুখী ছিল দলটি। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলে সাকিবের দল। চতুরঙ্গ ডি সিলভা ১২ বলে তোলেন ২০।
এনামুল হক বিজয় ২০ বলে করেন ২০ রান। ঝড় তুলতে চেয়ে ইনিংস বড় করতে পারেননি ইব্রাহিম জাদরানও (২০ বলে ২৭)। ইফতিখার আহমেদ (৫), মাহমুদউল্লাহ রিয়াদ (০) ব্যাট হাতে ব্যর্থ।
তবে অধিনায়ক সাকিব খেলেছেন অধিনায়কের মতোই। ইনিংসের একদম শেষ পর্যন্ত চালিয়ে খেলে গেছেন তিনি। তার ৪৫ বলে ৮১ রানের ইনিংসে ৮টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তিনি।
কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৪টি উইকেট।
এদিকে জবাব দিতে দারুণ শুরু করেছিলেন লিটন ও মোহাম্মদ রিজওয়ান। তবে বেশিদূর এগোতে পারেনি কেউই। লিটন ৩২ ও রিজওয়ান ১৮ রান করেন। আর শেষ দিকে খুশদিল ২৭ বলে ৪৩ রান অপরাজিত থাকলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।