বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে হাত ভেঙেছেন! গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী সিক্সার্সের হয়ে মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে খালেদ মাসুদের বাম হাতের হাড় ভেঙে যায়।


ঘটনা সম্পর্কে পাইলটের দল রাজশাহী সিক্সার্সের হয়ে খেলা ক্রিকেট কোচ শিবলি সাদিক জানান, শেষ বলে জয়ের জন্য প্রতিপক্ষের প্রয়োজন ছিল মাত্র ৪ রান। সেই বলটিতে ব্যাটার চমৎকার একটি শটও খেলেন, যা বাউন্ডারি হওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু তার শট অবিশ্বাস্যভাবে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন পাইলট ভাই।



তিনি আরো বলেন, ‘পাইলট ভাইয়ের ফিল্ডিংয়ে আমাদের দল ১ রানের জয় পেলেও তিনি গুরুতর আহত হন। সাথে সাথেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন। তবে তার বাম হাতের হাড় ভেঙে গেছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে কয়েক দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।’
তথ্যঃ কালের কন্ঠ