আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইএলটি-২০ তে প্রথম ম্যাচে ৭৩ রানে হেরেছিল আবুধাবি নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচেও বড় পরাজয় দেখলো আন্দ্রে রাসেল, সুনিল নারিনদের দলটি।



আবুধাবিতে এদিন গালফ জায়েন্টের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে সুনিল নারিনের দল। আগে ব্যাট করে নাইটরা এদিন নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৪ রান করে। আন্দ্রে রাসেল সর্বোচ্চ ১২ বলে ২৬ রান করেন। গালফ জায়েন্টের পক্ষে ক্রিস জর্ডান ও সঞ্চিত শর্মা ৩ টি করে উইকেট নেন।



জবাবে জেমস ভিনসের ৪৪ বলে ৬৫ রানে ভর করে মাত্র ১৪.২ ওভারেই মাত্র ৪ উইকেট হারিয়েই জয় পায় জায়েন্টরা।
ম্যাচ সেরা নির্বাচিত হন সঞ্চিত শর্মা।