সুদীর্ঘ ৫ বছর পর স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতলো বার্সেলোনা। পুরো ফাইনাল জুড়ে রক্ষণ ও মাঝমাঠে বিক্ষিপ্ত প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলল জাভি হার্নান্দেজের দল।
সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে রবিবার ফাইনালে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। তাদের জয়ের নায়ক গাভি একটি গোল করার পাশাপাশি রবার্ট লেভানদোস্কি ও পেদ্রির গোলেও অবদান রাখেন।
খেলোয়াড় হিসেবে কাতালান দলটিকে অনেক সাফল্য উপহার দেওয়া সাবেক তারকা জাভি এবার পেলেন দলটির কোচ হিসেবে প্রথম ট্রফির স্বাদ।
স্প্যানিশ সুপার কাপের রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনার এটি ১৪তম শিরোপা। তবে চার দলের নতুন আঙ্গিকে শুরু হওয়া প্রতিযোগিতাটি প্রথম জিতলো তারা।