ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে বড় দুর্ঘটনার জন্ম দিয়েছে স্টাডে রেনে। গত রাতে টেবিল টপার পিএসজিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে ফরাসি দলটি।
রেনের মাঠে ম্যাচের শুরুর একাদশেই ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র এবং আর্জেন্টিনার লিওনেল মেসি। দলের অন্য সেরা তারকা এমবাপেও মাঠে নেমেছেন বদলি হয়ে।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬৫তম মিনিটে ট্রাওরে গোল করে এগিয়ে দেন রেনেকে। ম্যাচের বাকিটা সময় পিএসজি অনেক চেষ্টা করেও রেনের ডিফেন্স ভাঙতে পারেনি।
এই ম্যাচে জয়ের পর পয়েন্ট ৩ পেলেও ৪ থেকে ৫ নম্বরে নেমেছে রেনেস। কেননা, আরেক ম্যাচে মোনাকো জেতায় গোল ব্যবধানে তারা এগিয়ে চারে উঠে এসেছে। অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজিই।