অজি তারকা ব্যাটার স্টিভ স্মিথ টেস্ট র্যাংকিংয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। ওয়ানডে ক্রিকেটে ব্যাটারদের র্যাংকিংয়ে তাঁর অবস্থান সাত নম্বরে। টেস্ট-ওয়ানডের এই দাপটটা টি-টোয়েন্টিতে ধরে রাখতে পারেন না স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলার সময় প্রায়ই কথা হয় তাঁর স্ট্রাইকরেট নিয়ে। সেই স্মিথ এবার টি-টোয়েন্টিতে চার ছক্কার ঝড় তুলে সেঞ্চুরি হাঁকালেন। যা টি-টোয়েন্টি তার প্রথম সেঞ্চুরি।


অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে পার্থ স্কোচার্সের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেন স্মিথ। মাত্র ৫৬ বলে ৭ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ১০১ রান করেন এই ডানহাতি ব্যাটার।
Steve Smith, take a bow 🔥🔥
MORE 👉 https://t.co/EwOhIHEQwC pic.twitter.com/R2Wi54S1W0
— Fox Cricket (@FoxCricket) January 17, 2023
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টসে হেরে ব্যাট করতে নামে সিক্সার্স। জশ ফিলিপের সঙ্গে ওপেনিংয়ে নামেন স্মিথ। ফিলিপে ১ রানে ফিরলেও স্মিথ ছিলেন দারুণ ছন্দে। ৩০ বলে পূরণ করেন অর্ধশত। শতকে পৌঁছান ৫৬ বলে। শতকের পরপরই অবশ্য মাঠ ছাড়তে হয় স্মিথকে। ময়সিস হেনরিক্সের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রান আউট হন তিনি।
স্মিথের ইনিংসে চারের চেয়ে ছক্কা ছিল বেশি। ৭টি ছক্কার পাশাপাশি তিনি হাঁকিয়েছেন ৫টি চার। তাঁর শতকে ভর করেই ২০ ওভার শেষে ২০৩ রানের বিশাল স্কোর পায় সিক্সার্স। ৫৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচসেরার পুরস্কার ওঠে স্মিথের হাতেই।
Steve Smith, what a way to bring up your maiden #BBL ton! 💥#BBL12 | @BKTtires | #GoldenMoment pic.twitter.com/iFOesNfeIJ
— cricket.com.au (@cricketcomau) January 17, 2023
Sensational 🤩
Watch the full highlights of Steve Smith's sublime #BBL ton 👇https://t.co/y1hLI0ZdXY
— cricket.com.au (@cricketcomau) January 17, 2023