ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি দুজনই আছেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। আগামী মাসে উনচল্লিশে পা দিতে যাওয়া রোনালদো তো ইউরোপের পাট চুকিয়ে মধ্যপ্রাচ্যের ফুটবলেই পাড়ি জমিয়েছেন। তবে মেসি বনাম রোনালদো দ্বৈরথ যে আজও ফুটবলপ্রেমীদের কাছে পরম প্রার্থিত বিষয়, সেটিই প্রমাণিত হলো আরেকবার।


Cristiano Ronaldo 🤝 Lionel Messi
The pair are set to meet again as PSG will face a Saudi all-star XI in a friendly in Riyadh on January 19th 👀#BBCFootball pic.twitter.com/0HE3dd7k6T
— BBC Sport (@BBCSport) January 9, 2023
আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে পিএসজি এবং আল নাসর আর আল-হিলালের সম্মলিত একাদশের মধ্যে প্রদর্শনীমূলক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। সৌদি ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর চ্যারিটেবল ওয়ার্ক আয়োজিত সেই ম্যাচের জন্য একটি বিশেষ টিকিট ছাড়া হয়েছে। সেই টিকিটটি বিক্রি হবে নিলামের মাধ্যমে।
চলমান এই নিলামে এখন পর্যন্ত টিকিটের দাম উঠেছে এক কোটি সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় ২৭ কোটি ৭৪ লাখ টাকারও বেশি)। সৌদি আরবের রিয়েল এস্টেট গ্রুপ অ্যাকারওয়ানের জেনারেল ম্যানেজার মুশরেফ আল-গামদি এই দাম হাঁকিয়েছেন। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত এই নিলাম চলবে।
যিনি শেষ পর্যন্ত এই টিকিট কিনতে পারবেন, তিনি ম্যাচের পর আল নাসরের রোনালদো, পিএসজির মেসি, এমবাপ্পে, নেইমারদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ পাবেন। শুধু তাই না, এই টিকিটের মালিক দুই দলের ড্রেসিং রুমেও প্রবেশ করতে পারবেন। এছাড়া, দুই দলের সঙ্গে ছবি তোলার পাশপাশি পাবেন আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেওয়ার সুযোগও।
২০২০ সালের ডিসেম্বরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শেষবারের মতো মুখোমুখি হয়েছিলেন মেসি ও রোনালদো। তখন অবশ্য মেসি খেলতেন বার্সেলোনার হয়ে।
অন্যদিকে, রোনালদো মাঠ মাতাতেন জুভেন্টাসের জার্সিতে। আধুনিক ফুটবলের দুই মহাতারকার সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে সিআর সেভেন জোড়া গোল করলেও মেসি ছিলেন গোলহীন। বার্সেলোনাকে হারিয়ে জুভেন্টাস ৩-০ গোলে জয় পাওয়ায় শেষ হাসিও হেসেছিলেন রোনালদোই।