ঠিক এক মাস আগে কাতারে বিশ্বকাপ জয় করে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। যার পরই অনেকে দাবিটা বেশ জোরেশোরেই তুলেছেন। লিওনেল মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়। এবার এই বিষয়ে নিজের অভিমত প্রকাশ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
লিওনেল স্কালোনির হাত ধরেই ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতারে আর্জেন্টিনার এ বিশ্বকাপ জয়ে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলপতি লিওনেল মেসি।
ক্ষুদে জাদুকর নিজে ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৩ গোল করিয়ে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’।
মেসিদের আগে আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ জিতিয়েছেন দিয়েগো ম্যারাডোনা, সেটাও ১৯৮৬ সালে। সাক্ষাৎকারে স্কালোনিকে তাই আর্জেন্টিনায় বহুল আলোচিত সেই প্রশ্নের জবাব দিতেই হলো।
স্পেনের রেডিও কাদেনা কোপের অনুষ্ঠান ‘এল পার্তিদাজো’কে সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, মেসি ও ম্যারাডোনার মধ্যে তাঁর কাছে সেরা কে? স্কালোনি বলেছেন, “একজনকে বেছে নিতে হলে আমি লিওকে নেব। তার সঙ্গে আমার সম্পর্কটাও বিশেষ কিছু। সে (মেসি) ইতিহাসের সেরা, যদিও ম্যারাডোনাও কিংবদন্তি, ইতিহাসের অংশ।”
মেসির সঙ্গে সম্পর্কটা ‘বিশেষ এবং খুব ভালো’ উল্লেখ করে স্কালোনি বলেছেন, “আমি জানি না কোনো কোচ এটা বলেছেন কি না যে মেসিকে কোচিং করানো কঠিন। তাকে অনুশীলন করানো কঠিন কিছু নয়। কৌশলগত জায়গা থেকে, তাকে ঠিক করার কিছু নেই। তবে হ্যাঁ, চাপের মাঝে কীভাবে আক্রমণ হবে সেটা বলা হয়।”