দক্ষিণ আফ্রিকায় চলমান আইসিসি উইমেন্স আন্ডার-১৯ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম আসর। এই টুর্নামেন্ট শুরু থেকেই অসাধারণ খেলছে বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে দিশা বিশ্বাসের দল। টানা তৃতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ
আগে ব্যাট করে ১০৩ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। বেনোনির উইলোমুর পার্ক বি ফিল্ডে টসে জিতে আগে ব্যাট করতে নামে যুক্তরাষ্ট্র।
লাসায়া মুল্লাপুডি ও দিশা ধিংরার উদ্বোধনী জুটি স্থায়ী হয় ৩.৩ ওভার। ১১ রানের জুটি ভাঙে মুল্লাপুডিকে দিশা বিশ্বাস আশরাফি আর্থির ক্যাচ বানিয়ে ফেরালে।
দ্বিতীয় উইকেট জুটিতে ৫৭ রানের জুটি গড়েন দিশা ধিংড়া ও স্নিগ্ধা পল। যদিও ধীর গতিতে রান তোলেন তারা। ৩৯ বলে ২ চারে ২০ রান করে রান আউটে কাটা পড়েন ধিংড়া।
ধিংড়া ফেরার পরের বলেই স্নিগ্ধা পলকে বোল্ড করেন দিশা বিশ্বাস। ৩৭ বলে ৪ চারে ২৬ রান আসে স্নিগ্ধার ব্যাটে।
এরপর ইসানি ভাগেলার ১৭ বলে ১৭ ও গিতিকা কোডালির ১৬ বলে ১৬ রানে ভর করে ১০০ পার করে যুক্তরাষ্ট্র। ইসানি অপরাজিত থাকলেও শেষ বলে যেয়ে মারুফা আক্তারের বলে বোল্ড হন গিতিকা।
২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করে থামে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষে ১৩ রান খরচে ২ উইকেট নেন দিশা বিশ্বাস। ১৭ রান খরচে ১ উইকেট নেন মারুফা আক্তার।
১০৪ রানের লক্ষ্যে খেলতে এদিন আফিয়া প্রত্যাশার সঙ্গে ওপেন করতে নামেন সুমাইয়া আক্তার। ১২ বল খেলে ১ চারে ১০ রানের বেশি করতে পারেননি সুমাইয়া। আগের ম্যাচে ফিফটি করা আফিয়া প্রত্যাশা ১০ বল খেলে ১ চারে করেন ৭ রান।
২১ রানে ২ উইকেট হারানোর পর স্বর্ণা আক্তার ও দিলারা আক্তার ৩৮ রানের জুটি গড়েন। ১৪ বলে ২ চার ও ১ ছয়ে ২২ রান করে আউট হন স্বর্ণা। স্বর্ণা ফেরার পর বেশিক্ষণ টেকেননি দিলারা আক্তারও। ১৫ বলে ২ চারে ১৭ করেন দিলারা।
৬৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। সেই অস্বস্তি আরও বাড়ে দিশা বিশ্বাস ১৭ বলে ১০ রান করে আউট হলে। ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের তখনও দরকার ছিল ১৮ রান।
রাবেয়া (২৪ বলে ১৮*) ও মিষ্টি সাহা (১৩ বলে ১৪*) সেই স্বস্তি ফেরান। ১৫ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
Bangladesh make it three wins in a row in the tournament 👏
Watch the Women's #U19T20WorldCup for FREE on https://t.co/CPDKNxoJ9v (in select regions) 📺
📝: https://t.co/45wadQvnP6 pic.twitter.com/byPK9ySqGB
— ICC (@ICC) January 18, 2023
ICC Women's Under-19 T20 World Cup: USA U19 Vs Bangladesh U19
Bangladesh Women's U19 won by 5 wickets.
Photo credit: @ICC
For match details: https://t.co/cP7EluSTiY#BCB | #cricket | #U19 pic.twitter.com/qxV1BjANZU
— Bangladesh Cricket (@BCBtigers) January 18, 2023