জাতীয় দলের সাবেক ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে গত বছর চুক্তি নবায়ন করেনি বিসিবি। বাংলাদেশের চাকরি থেকে বিদায় নেওয়ার পর বেকার জীবন কেটেছে তাঁর।


চাকরিবিহীন থাকা জুলিয়ান আবার পুনর্বাসিত হলেন বাংলাদেশের ক্রিকেটে। বিসিবি রিহ্যাব সেন্টারের ফিজিও করা হয়েছে তাঁকে। জাতীয় দলের ট্রেনার নিকোলাস লির সুপারিশে নতুন করে নিয়োগ দেওয়া হয় এই দক্ষিণ আফ্রিকানকে।
জাতীয় দলের ফিজিও হিসেবেও জুলিয়ানকে সুপারিশ করেছিলেন নিকোলাস। জুলিয়ান ঢাকার রিহ্যাব সেন্টারে কাজ করবেন। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, দীর্ঘ মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে জুলিয়ানকে।
জাতীয় ও বয়সভিত্তিক ক্রিকেটারদের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন তিনি। ৪ জানুয়ারি বিসিবিতে এসে চুক্তি স্বাক্ষর করেন জুলিয়ান। এর পর থেকে ঢাকাতেই কাজ করছেন রিহ্যাব সেন্টারের প্রোগ্রাম নিয়ে।