আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১৯ সালে। ওয়ানডে বিশ্বকাপের পরই অবসর নেন হাশিম আমলা। টেস্টও ছাড়েন সে বছর। এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার।


ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলছিলেন। আমলা জানিয়ে দিলেন, আর তিনি ক্রিকেটে ফিরছেন না। ফলে খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি ঘটলো সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের।
৩৯ বছর বয়সী আমলা দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে পেশাদার সব ফরম্যাট মিলিয়ে করেছেন ৩৪,১০৪ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে জ্যাক ক্যালিসের পর সবচেয়ে বেশি রানের মালিক আমলা।
টেস্টে ১২৪ ম্যাচ খেলে ৪৬.৬৪ গড়ে ৯২৮২ রান করেছেন আমলা। এই ফরম্যাটে ২৮টি সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে ৪১টি হাফসেঞ্চুরি। টেস্টে তার আছে অপরাজিত ৩১১ রানের ইনিংস খেলার কীর্তি।
ওয়ানডেতেও আমলার গড় ছিল পঞ্চাশের কাছাকাছি (৪৯.৪৬)। ১৮১ ওয়ানডেতে ২৭ সেঞ্চুরি আর ৩৯টি ফিফটিসহ করেছেন ৮১১৩ রান। এছাড়া ৪৪ টি-টোয়েন্টিতে ১২৫৭ রান আছে এই ব্যাটারের।
JUST IN: Hashim Amla has announced his retirement from all forms of the game.
The South African great retires with 89 professional hundred to his name.
What's your favourite memory from Amla's career? pic.twitter.com/o7iCvjCwiR
— Wisden (@WisdenCricket) January 18, 2023