রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর শুধু জাতীয় দলের প্রধান কোচ চূড়ান্তই নয়, কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটিরই অংশ হিসেবে বিসিবির ‘হেড অব প্রোগ্রামস’ হয়ে আসতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান কোচ ডেভিড মুর।


মুর নিউ সাউথ ওয়েলসের সাবেক উইকেটকিপার ব্যাটার। ১টি মাত্র প্রথম শ্রেণির ম্যাচ খেলা মুর খেলোয়াড়িজীবন শেষে জড়িয়েছেন কোচিং পেশার সঙ্গে। কাজ করেছেন নিউসাউথ ওয়েলসের ক্রিকেট পারফরম্যান্সের মহাব্যবস্থাপক হিসেবে।
জাতীয় দলে খেলোয়াড় সরবরাহের পথ আরও শক্তিশালী করা, বিভিন্ন প্রোগ্রামের ভালো সমন্বয় আর কাজে গতি আনতে বিসিবি নতুন কিছু ‘পজিশন’ বা পদ তৈরি করেছে। বিভিন্ন বিভাগের প্রোগ্রাম সাধারণত চলে ব্যবস্থাপক আর প্রতিটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানকে দিয়ে। যেহেতু বেশির ভাগ চেয়ারম্যান নিজেদের ব্যক্তিগত ব্যবসা কিংবা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাঁরা বোর্ডে সময় দিতে পারেন তুলনামূলক কমই। এতে অনেক সময় প্রোগ্রামগুলোয় প্রত্যাশিত গতি থাকে না। জাতীয় দলে খেলোয়াড় সরবরাহের কাজও তাতে ব্যাহত হয়।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে বলেন, “আমরা তাকে (মুর) আমাদের প্রোগ্রাম প্রধান হিসেবে নিয়োগ করতে প্রস্তুত। সাধারণত এই ধরনের পদে একজন প্রার্থীকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। ”
মুর বর্তমানে নিউ সাউথ ওয়েলসে ক্রিকেট পারফরম্যান্সের মহাব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। অবশ্য প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে সাবেক এই ক্রিকেটারের।
সর্বপ্রথম ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন। এরপর বারমুডার কোচও হিসেবেও কাজ করেছেন। এর আগে ২০০২-০৪ পর্যন্ত অস্ট্রেলিয়ার সেন্টার অফ এক্সিলেন্সের সিনিয়র কোচ ছিলেন মুর।