ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে দারুণ ফর্মে ছিল ভারত। এবার সেই ফর্ম ধরে রাখলো সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষেও। সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ উত্তেজনাকর ম্যাচে মাত্র ১২ রানে কিউইদের হারিয়েছে রোহিত শর্মার দল।


৬৮৬ রানের হাইস্কোরিং ম্যাচে আগে ব্যাট করে শুভমান গিলের ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৪৯ রান করে ভারত। জবাবে ব্রেসওয়েলের হার না মানা ৭৮ বলে ১৪০ রানে শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ৩৩৭ রানে থামে নিউজিল্যান্ড। শেষ ওভারে যখন ৬ বলে ২০ রান দরকার ছিল, তখন শারদুল ঠাকুরের প্রথম বলেই ছক্কা হাঁকান ব্রেসওয়েল। তারপরের বল ওয়াইড দেন শারদুল।৫ বলে যখন ১৩ রান দরকার, সেই বলেই এলবিডব্লু আউট হন ব্রেসওয়েল।
এর আগে একদিনের ক্রিকেটে আরো একটি ডাবল সেঞ্চুরি দেখে ক্রিকেট বিশ্ব। এবার ডাবল সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার শুভমান গিল। হায়দারবাদে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল শতকের দেখা পেলেন গিল।
১৪৯ বলে ২০৮ রানের মহাকাব্যিক ইনিংস খেলে থেমেছেন এই ডানহাতি ব্যাটার। তাঁর এই ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ১৯টি চার। গিলের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে কিউইদের সামনে ৩৫০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। ওয়ানডেতে গিলের আগে ডাবল সেঞ্চুরি করেছেন আরো চার ভারতীয় ব্যাটার। তাঁরা হলেন – শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেভাগ, রোহিত শর্মা ও ইশান কিশান। এদের মধ্যে রোহিতের রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে রোহিতের করা ২৬৪ রানের ইনিংসটিই ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আছে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২৩৭*), ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২১৫), পাকিস্তানের ফখর জামানের (২১০*)। কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতীয় ব্যাটার ইশান কিশান। এ সময় তাঁর বয়স ছিল ২৪ বছর ১৪৫দিন। আজ ডাবল সেঞ্চুরি হাঁকানো গিলের বয়স ২৩ বছর ১৩২ দিন। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটারদের মধ্যে তিনিই এখন সর্বকনিষ্ঠ।
ODI cricket is well and truly alive!
What a start to the #INDvNZ series 🔥
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 18, 2023