আবুধাবি নাইট রাইডার্সের সময়টা যেন কিছুতেই ভালো যাচ্ছে না। টানা হারে হ্যাট্রিক পূরণ করেছে রাসেল-নারিনদের তারকা সমৃদ্ধ দলটি। আগের দুই ম্যাচে বড় ব্যবধানে হারার পর তৃতীয় ম্যাচে ডেজার্ট ভাইপারের বিপক্ষে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে নাইটরা।


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার বোলিং তান্ডবে ৮ উইকেটে ১৩৩ রান করে নাইট রাইডার্স। তবে দারুণ শুরু করেছিল এদিন নাইট ওপেনার ব্রান্ডন কিং। কিং ৪৪ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। ডেজার্টের পক্ষে হাসারাঙ্গা ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন।
জবাবে জেমস হেলস ঝড়ে মাত্র ১৫.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডেজার্ট ভাইপার। হেলস ৪৭ বলে ৬৪ রান আর স্যাম বিলিং ২৯ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচসেরা নির্বাচিত হন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এদিকে তিন ম্যাচে তিন হারে পয়েন্ট টেবিলের তলানিতে আছে আবুধাবি নাইট রাইডার্স।
— Abu Dhabi Knight Riders (@ADKRiders) January 18, 2023