প্রায় ১৫ বলেই হয়তো পঞ্চাশে পৌঁছে যাচ্ছিলেন পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ, তবে শেষমেষ হয়নি তা। আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার-ছক্কার বৃষ্টিতে এবারের বিপিএলের দ্রুততম অর্ধশতক উপহার দিয়েছেন কুমিল্লা ভিক্টেরিয়ান্সের এ পাকিস্তানি মিডল অর্ডার।

শেষ পর্যন্ত ৭ বাউন্ডারি ও ৫ ছক্কায় ২৪ বলে ৬৪ রানে সাজঘরে ফেরা খুশদিল শাহ পঞ্চাশ পূর্ণ করেন মাত্র ১৮ বলে। যা এবারের বিপিএলের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড।
বিপিএলের এবারের আসরে খুশদিলের এটিই প্রথম ফিফটি। এর আগে পাঁচ ম্যাচে একবারই ব্যাটে ঝড় তুলতে পেরেছিলেন। গত ১৪ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে করেছিলেন ২৭ বলে অপরাজিত ৪৩ রান। ওই ইনিংসেও ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন পাকিস্তানি এই ব্যাটার।
আজ খুশদিলের ব্যাটে চড়েই ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৪ উইকেটে ১৮৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে কুমিল্লা। জবাবে ঢাকা থামে ৪ উইকেটে ১৫১ রানে। নাসির ৬৬ রানে অপরাজিত থাকেন। আর টানা তিন ম্যাচ জিতে নিল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।