বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসরের চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে বিপিএলের টানা পঞ্চম জয় তুলে নিল ফরচুন বরিশাল। আর টানা হারের মধ্যে থাকলেও টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন ঢাকা ডমিনেটরস অধিনায়ক নাসির হোসেন।


এবারের আসরে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছে নাসির হোসেন। আসরে যথাক্রমে রান করেছেন ৩৬*, ৪৪, ৩০, ৩৯, ৬৬* ও ৫৪ রান। আসরে ২৬৯ রান করে আছেন সাকিবের পর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয়।
চট্টগ্রামে এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে বরিশাল। বরিশালের পক্ষে মাহমুদুল্লাহ দুইটি চার ও এক ছক্কায় ৩১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। আর অলরাউন্ডার ইফতেখার ৩৪ বলে খেলেন ৫৬ রানের ইনিংস। পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন এই ব্যাটার।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে ঢাকা।
ঢাকার পক্ষে চতুর্থ উইকেট জুটিতে ৬০ বলে ৮৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মিঠুন এবং নাসির হোসেন। ৩৮ বলে ২টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফেলেন মোহাম্মদ মিথুন। এছাড়াও নাসির হোসেন শেষ পর্যন্ত ৩৬ বলে ৩টি চার এবং দুটি ছক্কার সাহায্যে ৫৪ রান করেন।
BPL T20 2023: Match day 10
Match 20: Dhaka Dominators vs Fortune BarishalFortune Barishal won by 13 runs
Watch the match Live on Daraz app: https://t.co/Fisx68uvbk & Nagorik TV
For full match details: https://t.co/hTyuaT8nYR#BPL | #BCB | #Cricket pic.twitter.com/zlFcqopQKI
— Bangladesh Cricket (@BCBtigers) January 20, 2023