আগের ম্যাচেই করেছিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর তারপরের ম্যাচেই নিজেকে আরো একবার ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। এবার সিডিনি থান্ডার্সের বিপক্ষে খেললেন ১২৫ রানের অনবদ্য ইনিংস।


বিগ ব্যাশে সিডনি ডার্বিতে মাত্র ৫৫ বলে ৯ ছক্কা ও ৫ চারে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন স্মিথ। স্মিথের এই ঝড়ো ইনিংসে ভর করে তার দল সিক্সার্স করে ২ উইকেটে ১৮৭ রান।
জবাবে সিডনি থান্ডার্স মাত্র ৬২ রানেই অল আউট হয়েছেন। সিক্সার্সের পক্ষে ওকিফ মাত্র ১০ রানে ৪ উইকেট নেন। আর ম্যাচ সেরার পুরস্কার জিতেন স্টিভ স্মিথ।
That right there is a Sydney SMASHING 😮#BBL12 pic.twitter.com/xPI77Zdyyj
— KFC Big Bash League (@BBL) January 21, 2023
দেখুন স্মিথের সেঞ্চুরির হাইলাইটস-
Watch all NINE sixes here! #BBL12 https://t.co/OkFWPLXCWN
— cricket.com.au (@cricketcomau) January 21, 2023