অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি নারী নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া দলকে হারিয়েছিল বাংলাদেশের নারীরা। এবার সুপার সিক্সে সেই অস্ট্রেলিয়া ভারতকে হারালো ৭ উইকেটের বিশাল ব্যবধানে।


সুপার সিক্সের গ্রুপ ১ এর ম্যাচে ভারতকে মাত্র ৮৭ রানে অল আউট করে দেয় অজিরা। জবাবে ৩৭ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় অস্ট্রেলিয়ার মেয়েরা।
এদিকে এই গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
A superb win for Australia to start off their Super 6 round 👏
Watch the Women's #U19T20WorldCup for FREE on https://t.co/5AuGFN3l1C (in select regions) 📺
📝 https://t.co/44RzxrPl0s pic.twitter.com/Af7oM7rtx9
— T20 World Cup (@T20WorldCup) January 21, 2023