বেশ কয়েক বছর থেকেই আইপিএলের পর বিপিএলকে দ্বিতীয় সেরা ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বলে দাবি করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অন্যদিকে আইপিএলকে সেরা মানলেও দ্বিতীয় সেরা হিসেবে পিএসএলকেই রাখছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতে নাজাম শেঠি৷


পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখন বিশ্বের বড় তারকাদের দেখা যায়। চলতি বছর জানুয়ারিতে একই সঙ্গে চলছে বিপিএল, বিগ ব্যাশ, এসএ টোয়েন্টি, ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ। নাজাম শেঠির দাবি, তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় পিএসএলের সঙ্গে পারবে না বলেই নাকি এই লিগগুলো আগেভাগে শুরু করা হয়েছে! তিনি খোঁচা দিয়েছেন বিপিএলকেও।



নাজাম শেঠি বলেছেন, ‘অস্ট্রেলিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাত তাদের লিগ আমাদের আগে শুরু করেছে। কারণ তারা জানত, পিএসএলের সঙ্গে প্রতিযোগিতায় পারবে না। এতেই বোঝা যাচ্ছে, আমাদের পিএসএল এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য পিএসলকে আগের চেয়ে আরো বড় ও শক্তিশালী করা। এটিকে বিশ্বের প্রথম সারির ক্রিকেটারদের প্রথম পছন্দে পরিণত করতে চাই।’
উল্লেখ্য, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে পিএসএলের নতুন মৌসুম শুরু হয়ে শেষ হবে ১৯ মার্চ।