বড় ধরণের বিপদের সম্মুখীন জুভেন্টাস। ফুটবলার কেনাবেচায় ভুল তথ্য প্রদানের অপরাধে তাদের অর্জিত পয়েন্ট থেকে ১৫ পয়েন্ট কেটে নিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
ইতালিয়ান দল জুভেন্টাসকে ১৫ পয়েন্ট জরিমানা করা হয়েছে। আর ঠিক এই কারণেই তুরিনের বুড়িদের অবস্থান লাফ দিয়ে ১০ নম্বরে নেমে গেছে। ৩৭ পয়েন্ট থেকে হয়ে গেছে ২২ পয়েন্ট।
কেন জুভেন্টাসকে এই ১৫ পয়েন্ট জরিমানা করা হয়েছে? জরিমানা করার বেশ কিছু কারণও অবশ্য রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হল, প্লেয়ার কেনা বেচা নিয়ে ভুল তথ্য দেওয়া।
জুভেন্টাসকে শুধু ১৫ পয়েন্ট কর্তন করেই কিন্তু শেষ নয়, একই সঙ্গে জুভেন্টাসের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।