কাতার বিশ্বকাপের পর প্রথমবারের মতো লিগ ম্যাচে মাঠে নেমেই অপ্রত্যাশিত ফল পেলো বায়ার্ন মিউনিখ। জার্মান বুন্দেসলিগার গত রাতে অনুষ্ঠিত হওয়া ম্যাচে আরবি লাইপজিগের সাথে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে বাভারিয়ানরা।
বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ইউরোপের বিভিন্ন লিগের খেলা শুরু হয়েছিল গত ডিসেম্বর মাসেই। কিন্তু ব্যতিক্রম ছিল জার্মান বুন্দেসলিগায়।
বিশ্বকাপের পর প্রায় এক মাস বিরতি দিয়ে গতরাতে বায়ার্নের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বুন্দেসলিগার লড়াই। আর বিশ্বকাপ পরবর্তী নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
গতরাতে লাইপজিগের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৩৭তম মিনিটে এরিক ম্যাক্সিম ছুপো মোটিংয়ের গোলে বায়ার্ন এগিয়ে গেলেও ৫২তম মিনিটে সেই গোলটি পরিশোধ করে লাইপজিগ।
অবশ্য এই ড্রয়ের পরও পয়েন্ট টেবিলে শীর্ষেই থাকছে বায়ার্ন। ১৬ ম্যাচে ৩৫ সংগ্রহ করেছে দলটি। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিনে আছে লাইপজিগ।