কাতার বিশ্বকাপের চমক ছিল মরক্কো। আফ্রিকা মহাদেশের প্রথম কোনো দেশ হিসেবে তারা খেলেছে সেমিফাইনাল। চতুর্থ স্থান অর্জন করে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। যে রূপকথার অন্যতম নায়ক ছিলেন মরক্কোর পিএসজি তারকা আশরাফ হাকিমি। তার হাতে এবার উঠছে বর্ষসেরা আরব ক্রীড়াবিদের পুরস্কার।


পিএসজিতেও নিয়মিত আলো ছড়াচ্ছেন হাকিমি। জাতীয় দলের জার্সি গায়ে এবার বিশ্বকাপ মাতিয়েছেন তিনি। এরই স্বীকৃতি পেলেন তিনি। তার হাতে ওঠেছে গত বছর পারফরম্যান্সে আরব দেশগুলোর অন্যান্য ক্রীড়াবিদকে ছাপিয়ে যান তিনি। শনিবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয় ‘জয় অ্যাওয়ার্ড সেরেমনি’।
মায়ের সঙ্গেই সেখানে হাজির হন হাকিমি। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হাকিমি, ‘আসসালামু আলাইকুমু, এখানে এসে সত্যিই খুব খুশি আমি। সৌদি আরব একটি বিশেষ দেশ। মায়ের সঙ্গে এখানে থাকতে পেরে আমি সত্যিই খুশ্যি। তিনি আমার পাশে আছেন। পিএসজি এবং আমার দেশ মরক্কোকেও পাশে থাকার জন্য ধন্যবাদ। এখানে এসে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।’
কাতার বিশ্বকাপে প্রতিটি জয়ের পর মায়ের সঙ্গে নেচে-গেয়ে উদযাপন করেছেন মরক্কোর ফুটবলাররা। মায়ের প্রতি হাকিমির ভালোবাসা নজর কেড়েছে পুরো ফুটবল বিশ্বের। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর হাকিমিদের বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়।