২০২২ সালের সেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের।


গেল বছর দায়িত্ব নিয়েই দলকে বিশ্বকাপ জেতানো জস বাটলার বা টুর্নামেন্ট সেরা হওয়া স্যাম কারেন কিংবা স্মরণকালের সেরা ফর্মে থাকা ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব যে সুযোগ পাচ্ছেন, সেটি সম্ভবত যে কেউই চোখ বন্ধ করেই বলে দিতে পারতেন। তাদের নিয়েই দল ঘোষণা করল আইসিসি।
সোমবার (২৩ জানুয়ারি) আইসিসির ঘোষিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারত ও ইংল্যান্ডের সর্বোচ্চ তিনজন, পাকিস্তানের দুজন, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার একজন করে সুযোগ পেয়েছেন।
বর্ষসেরা টি-টোয়েন্টি দল
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপ্স, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, স্যাম কারেন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হ্যারিস রউফ ও জস লিটল।
The ICC Men's T20I Team of the Year 2022 is here 👀
Is your favourite player in the XI? #ICCAwards
— ICC (@ICC) January 23, 2023