২০২২ সালে ওয়ানডেতে মনে রাখার মতো একটি বছর কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। যার স্বীকৃতি হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের এ অলরাউন্ডার।


আজ আইসিসির ওয়েবসাইটে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার মিরাজ ওয়ানডের সেরা একাদশে জায়গা পেয়েছেন। এদিকে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে দুজন করে এবং পাকিস্তান ও জিম্বাবুয়ের একজন করে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে রয়েছেন।
২০২২ সালে অলরাউন্ডার হিসেবে ব্যাট এবং বলে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। পুরো বছরে খেলেছেন ১৫টি ওয়ানডে। বোলিংয়ে ২৮.২০ গড়ে নিয়েছেন ২৪টি উইকেট। ইকনোমি রেট ৫.৪৪। একই সঙ্গে ব্যাট হাতে লোয়ার অর্ডারে নেমে ৬৬ গড়ে করেছেন ৩৩০ রান। স্ট্রাইক রেট ৮৪.১৮ করে।
বর্ষসেরা ওয়ানডে একাদশ:
বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জামপা।
🌟 Unveiling the ICC Men's ODI Team of the Year 2022 🌟
Does your favourite player make the XI? #ICCAwards | Details 👇
— ICC (@ICC) January 24, 2023