বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসর বেশ জমে উঠেছে। আর তার বড় একটা কারণ পাকিস্তানি তারকা ক্রিকেটারদের আগমন। ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখাচ্ছেন পাকিস্তানিরা। তবে এরই মধ্যে হঠাৎই এলো দুঃসংবাদ। বিপিএলের মাঝপথেই তাদেরকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।


পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি জং জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিপিএলে খেলা ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
পিসিবির সূত্রে ডেইলি জং জানিয়েছে, ‘পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলগুলোর সাথে চুক্তি করা খেলোয়াড়েরা আগামী ২ ফ্রেব্রুয়ারির মধ্যে দেশে ফিরে আসবেন। ফ্রাঞ্চাইজিগুলোর আবেদনের ভিত্তিতে পিসিবি এই নির্দেশ দিয়েছে।’
তাদের ভাষ্য মতে পিসিবি বলছে, পিএসলে থাকা খেলোয়াড়দের আগামী ৮ ফ্রেব্রুয়ারি পর্যন্ত অনুমোদন দেয়া হয়েছিল কিন্তু হঠাৎ ফ্রাঞ্চাইজিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আরো একটু আগেই তাদের দেশে ফিরতে বলা হয়েছে।
উল্লেখ্য, এবারের বিপিএলে পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলছেন। তাদের মধ্যে হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, নাসিম শাহ, ইফতিখার আহমেদ, আজম খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক, হাসান আলি বিশেষভাবে উল্লেখযোগ্য।