পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হবে আগামী ১৩ এপ্রিল থেকে। এর আগে স্থানীয় খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া নিয়ে বিপদে পড়ে গেছে পিএসএলের দলগুলো। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্দেশনা অনুযায়ী, দেশি-বিদেশি সব খেলোয়াড়কে মার্কিন ডলারে পারিশ্রমিক দিতে হবে।


কিন্তু ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান এতটাই কমে গেছে যে কিভাবে পারিশ্রমিক দেওয়া হবে তা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মাথায় হাত!
পিএসএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তানি ক্রিকেটারদের পারিশ্রমিকের ৭০ শতাংশ পরিশোধ করতে হয়। বাকি ৩০ শতাংশ দিতে হবে টুর্নামেন্ট শেষে। কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা তো রুপিতেই পারিশ্রমিক নিতে পারতেন, ডলারে কেন?
একটি দলের কর্মকর্তা ‘ক্রিকেট পাকিস্তান’কে বলেছেন, পিসিবি স্থানীয় ক্রিকেটারদেরও ডলারে পারিশ্রমিক দেওয়া বাধ্যতামূলক করেছে। এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে দেখা করলেও কোনো সমাধান আসেনি।
গত দুই দশকের মাঝে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মানের রেকর্ড পতন ঘটেছে। বর্তমানে এক ডলার কিনতে খরচ হয় ২৭২ পাকিস্তানি রুপি। আশংকা করা হচ্ছে আরো বাড়তে পারে এই রেট।
এদিকে গত ১৫ ডিসেম্বর পিএসএলের প্লেয়ার্স ড্রাফটের সময় এক ডলার কিনতে খরচ হতো ২২৫ পাকিস্তানি রুপি।
Petrol prices risen by 35 PKR per litre up to 250 PKR now. 1 USD is now equal to 272 PKR 👏👏 #PetrolDieselPrice
— Farid Khan (@_FaridKhan) January 29, 2023
উল্লেখ্য, পিএসএলে প্লাটিনাম ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক হয়ে থাকে এক লাখ ৭০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার ডলার। ডায়মন্ড ৮৫ থেকে ৬০ হাজার, গোল্ড ৫০ থেকে ৪০ হাজার এবং সিলভার ২৫ থেকে ১৫ হাজার ডলার।