ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দৈরথের একটি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার লড়াই যা ফুটবল বিশ্বে এল ক্ল্যাসিকো নামেই সমধিক পরিচিত। আরও একবার এই দুই দলের মুখোমুখি লড়াই দেখার সুযোগ মিলছে ফুটবল প্রেমীদের। স্প্যানিশ কোপা দেল রের সেমিফাইনালে এবার লড়বে এই দুই জায়ান্ট।
বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মুখোমুখি লড়াইটা যেন ফাইনালেই বেশি মানায়। কিন্তু সবসময় যেটা প্রত্যাশা করা হয় সেটা তো আর মিলে না। এবারও যেন তেমনটাই হল।


কোপা দেল রের এবারের আসরে সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। আজকে ড্রয়ের মাধ্যমে তাদের লড়াই নির্ধারণ হয়েছে।
কিছুদিন আগেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। সেই লড়াইের স্মৃতি তাজা থাকতেই আরও দুটি ম্যাচ হতে যাচ্ছে তাদের।
বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের মাঠে। ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ অনুষ্ঠিত হবে প্রথম লেগের লড়াই।
অপরদিকে দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে বার্সেলোনার ঘরের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে। বার্সার ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ এপ্রিল।
একই সময়ে অপর সেমিফাইনালে এথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লড়বে ওসাসুনা।