সব শঙ্কার মেঘ কাটিয়ে জাতীয় দলের কোচ হিসেবে আবারো ফিরেছেন চান্ডিকা হাথুরুসিংহে। গতকাল আনুষ্ঠানিকভাবেই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে হাথুরুর পরও আরেকজন কোচ নিয়োগ দিতে চায় বিসিবি৷ সহকারী কোচের দায়িত্ব দেয়া হবে তাকে৷


জানা গেছে, হাথুরুর সহকারী হিসেবে কাজ করতে বেশ কয়েকজন আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যেই তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। এমনকি সেসব কোচদের সংক্ষিপ্ত তালিকা তৈরীর কাজও শেষ করেছে বোর্ডটি। ফেব্রুয়ারির শেষের দিকে সেসব আগ্রহী কোচরা সাক্ষাৎকার দিতে বাংলাদেশে পা রাখবেন বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা একজন সহকারী কোচও নিয়োগ দিব, এই তালিকায় ৫জন আছে। এদের মধ্যে উপমহাদেশের আছে ৩ জন। তারা ২৫ তারিখের মাঝে দেশে এসে সাক্ষাৎকার দিবে।’
হাথুরু ফিরছেন তিন ফরম্যাটের জন্যই বাংলাদেশের প্রধান কোচ হয়ে। সে কারণে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে, শ্রীধরন শ্রীরামের সঙ্গে দ্বিতীয় দফায় আর চুক্তি বাড়াতে যাচ্ছে না বিসিবি। তবে গুঞ্জন রয়েছে, শ্রীরামকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিতে চায় বিসিবি। সেই প্রস্তাবে অবশ্য রাজি নন সাবেক ভারতীয় এই ক্রিকেটার।