নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত দ্বিশতরান করেন শুভমন গিল। সব থেকে কম বয়সে ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েন তিনি। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচে ধ্বংসাত্মক শতরান করেন শুভমন। উল্লেখযোগ্য বিষয় হল, সব থেকে কম বয়সী ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি।


আমদাবাদে ১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন। তিনি শেষমেশ ১২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ১২৬ রান করে অপরাজিত থাকেন। মোতেরায় ব্যাট হাতে এমন তাণ্ডব চালানোর দিনে গিলর বয়স ২৩ বছর ১৪৬ দিন।
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটিই কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই নিরিখে তিনি ভেঙে দেন বিরাট কোহলির রেকর্ড। কোহলি ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ১২২ রান করে অপরাজিত থাকেন। এতদিন সেটিই ছিল ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। এবার অপরাজিত ১২৬ রান করে সেই রেকর্ড নিজের দখলে নিলেন গিল।
Sensational from India 🔥
Shubman Gill ➜ 126* (63)
Rahul Tripathi ➜ 44 (22)
Suryakumar Yadav ➜ 24 (12)
Hardik Pandya ➜ 30 (17)India's fifth highest total in men's T20Is 📈#INDvNZ
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 1, 2023
সব থেকে বেশি রানের আন্তর্জাতিক টি-২০ ইনিংস খেলা ভারতীয়রা:-
১. শুভমন গিল: অপরাজিত ১২৬ (বনাম নিউজিল্যান্ড, ২০২৩)
২. বিরাট কোহলি: অপরাজিত ১২২ (বনাম আফগানিস্তান, ২০২২)
৩. রোহিত শর্মা: ১১৮ (বনাম শ্রীলঙ্কা, ২০১৭)
৪. সূর্যকুমার যাদব: ১১৭ (বনাম ইংল্যান্ড, ২০২২)
৫. সূর্যকুমার যাদব: অপরাজিত ১১২ (বনাম শ্রীলঙ্কা, ২০২৩)