টানা দুইবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপে। এর কিছুক্ষণ পর ইনজুরি নিয়ে ছাড়লেন মাঠও। যদিও দিন শেষে তার এই এলোমেলো পারফরম্যান্স প্রভাব রাখতে পারেনি ফলাফলে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন লিওনেল মেসি।
মঁপোলিয়ের বিপক্ষে ম্যাচের আগে থেকেই সিছিলেন না নেইমার, এরপর এমবাপের এমন ছন্নছাড়া পারফরম্যান্সে স্বাভাবিকভাবে ভীষণ চাপ পড়ে লিওনেল মেসির ওপর।


যদিও চাপ কাটিয়ে দলকে সামনে থেকে পথ দেখালেন আর্জেন্টাইন মহাতারকা। দারুণ সব আক্রমণে নেতৃত্ব দিলেন, গোলও পেলেন। সঙ্গে আলো ছড়ালেন ফ্যাবিয়ান রুইজ। তাদের নৈপুণ্যে মঁপোলিয়েকে হারিয়ে লিগ ওয়ানে জয়ে ফিরল পিএসজি।
প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা। তিনটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে।
রুইজ দলকে এগিয়ে নেওয়ার পর তার বাড়ানো বল ধরেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। শেষ দিকে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলে মঁপোলিয়ে। তবে যোগ করা সময়ে বদলি হিসেবে নামা ওয়ারেন জায়ার-এমেরির গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্তফ গালতিয়ের দল।