বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসর নিয়ে সমালোচনার কমতি নেই। এবার সেই তালিকায় যুক্ত হলো নতুন কান্ড। বিপিএলে নাম, নম্বর ও লোগোবিহীন জার্সি পরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকা ডমিনেটরসের দুই ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে।


এই ক্রিকেটার হলেন মিজানুর রহমান ও আমির হামজা। জরিমানার সঙ্গে তাদের নামের পাশে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। এক বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি নিশ্চিত করেছে এই তথ্য।
ঢাকা ডমিনেটরসের দুই খেলোয়াড় মিজানুর রহমান এবং আমির হামজা হোতাককে বিসিবির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য তাদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, তারা ম্যাচে ভুল জার্সি পরে খেলেছে।
গত সোমবার সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন ওপেনার মিজানুর ও আমির হামজা ভুল জার্সি পরেন। মিজানুরের জার্সির পেছনে ছিল না তার নাম ও নম্বর। আর আমির হামজা জার্সির সামনের অংশে মিসিং ছিল স্পন্সর রুপা গ্রুপের নাম।
জরিমানা ছাড়াও, উভয়ের শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ম্যাচ রেফারি সেলিম শাহেদের করা এই অভিযোগ মেনে খেলোয়াড়রা তাদের অপরাধ স্বীকার করেছে। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
উল্লেখ্য, অনফিল্ড আম্পায়ার আলী আরমান রাজন এবং প্রগীথ রামবুকওয়েলা, থার্ড আম্পায়ার ডেভিড মিলনস এবং ফোর্থ অফিসিয়াল মোজাহিদ স্বপন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।