পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, বর্তমান পাকিস্তান দলের অন্যতম সেরা পেসার ও তার হবু মেয়ে জামাই শাহিন আফ্রিদি বল করছেন, আর ব্যাটিংয়ে ছক্কা মেরেছেন শহিদ আফ্রিদি নিজেই।


আফ্রিদির শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেট অনেক আগেই ছেড়েছেন বুম বুম খ্যাত শহিদ আফ্রিদি। তবে ক্রিকেট টা যে ভুলেন নি তার প্রমান দিলেন শহিদ আফ্রিদিকে। নিজের হবু জামাইয়ের সাথে ট্রেনিংয়ে দেখা যায় আফ্রিদিকে। এই সময় শাহিন আফ্রিদির অনুশীলনের ভিডিও ও পোস্ট করেন সিনিয়র আফ্রিদি।
অন্যদিকে সম্প্রতি হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠে আবার মাঠে নেমেছেন শাহিন আফ্রিদি। আসন্ন পাকিস্তান সুপার লিগের সিজন-৮ এ খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে শহিদ আফ্রিদির কন্যা আনশাকে বিয়ের কথা জানিয়েছিলেন শাহিন আফ্রিদি। দুই পরিবারের পক্ষ থেকেই বিয়ে ঠিকঠাক হয়ে রয়েছে। এই মাসেই হতে পারে বিয়ের আনুষ্ঠানিকতা। খবর ক্রিকেট পাকিস্তান।
দেখুন ভিডিওটি –
𝐀𝐠𝐞 𝐢𝐬 𝐣𝐮𝐬𝐭 𝐚 𝐧𝐮𝐦𝐛𝐞𝐫🔥#PakistanCricket #ShahidAfridipic.twitter.com/THeMzEO1Ib
— Cricket Pakistan (@cricketpakcompk) February 2, 2023