শুক্রবার কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির দ্বিতীয় মেয়ে আনশা ও শাহিন আফ্রিদির বিয়ে সম্পন্ন হয়েছে। করাচির জাকারিয়া মসজিদে বিয়ে পড়ানো হয়। এরপর ডিএইচএ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এই দম্পতির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আফ্রিদিকন্যা আনশার সাথে শাহিনের বিয়ের কথা পাকাপাকি হয়েছিল দুই বছর আগেই। শুক্রবার শাহিন-আনশার বিয়েতে বসেছিল তারকার মেলা। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম, সরফরাজ আহমেদ, নাসিম শাহসহ আরো অনেক ক্রিকেটারই উপস্থিত ছিলেন।
মেয়ের বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন শহীদ আফ্রিদি। আনশা-শাহিনের বিয়ের ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘কন্যা হলো আপনার বাগানের সবচেয়ে সুন্দর ফুল, কারণ তারা ফোটে মহান আশীর্বাদ নিয়ে। কন্যা আপনার সাথে হাসবে, স্বপ্ন দেখবে এবং আপনাকে হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসবে। বাবা হিসেবে আমি আমার মেয়েকে শাহিনের সাথে বিয়ে দিলাম। তাদের দুজনকেই অভিনন্দন।’
Daughter is the most beautiful flower of your garden because they blossom with great blessing. A daughter is someone you laugh with, dream with, and love with all your heart. As parent, I gave my daughter in Nikkah to @iShaheenAfridi, congratulations to the two of them😘 pic.twitter.com/ppjcLllk8r
— Shahid Afridi (@SAfridiOfficial) February 4, 2023