সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ন এই ম্যাচে আলো ছড়াতে ব্যর্থ ছিল বাংলাদেশ। দুদলই গোলের মুখ না দেখায় ম্যাচটি শেষ হয়েছে সমতায়৷


কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপাল ম্যাচের মতো আক্রমণাত্মক খেলতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধ ছিল ম্যাড়ম্যাড়ে। তবে দ্বিতীয়ার্ধে দুই দলই দারুণ কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ভারতের মেয়েরা বেশ কয়েকটি গোছানো আক্রমণ শানিয়েছিল। বদলি ভারতীয় ফরোয়ার্ড নেহার একটি ক্রস মুঠোবন্দি করে ঠেকান বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা। লিন্ডা কমের ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এরপর শামসুন্নাহার ফাঁকা জালে বল পাঠাতে ব্যর্থ হলে এগিয়ে যাওয়া হয়নি বাংলাদেশের। বক্সের ভেতর থেকে শামসুন্নাহারের আরেকটি শট বারের অনেকটা ওপর দিয়ে যায়। এভাবে সুযোগ নষ্ট করে দুই দলই শেষ পর্যন্ত ড্র ভাগ্য নিয়েই মাঠ ছাড়ে।
শুক্রবার উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। একই দিনে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ।
দুই ম্যাচ শেষে ৪ করে পয়েন্ট নিয়ে ভারত ও বাংলাদেশ ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে। রোববার ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠার দৌড়ে টিকে আছে নেপালও।