বুলাওয়ে টেস্টে টানা দুদিন কোনো উইকেট নিতে পারল না জিম্বাবুয়ের বোলাররা। স্বাগতিকের বোলারদের ব্যর্থতার সুযোগ নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও ত্যাগনারায়ণ চন্দরপল।


ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন চন্দরপল। ক্যারিয়ারে পঞ্চম ইনিংসে সেঞ্চুরি করে বাবা শিবনারায়ণ চন্দরপলকে ছাড়িয়ে গেছেন তিনি। প্রথম সেঞ্চুরি পেতে ৩১ ইনিংস খেলেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। বিদেশের মাটিতে সেঞ্চুরি পেতে ৫২ ইনিংস লেগেছিল সিনিয়র চন্দরপলের। বাবার ১৯ ম্যাচের বিপরীতে তৃতীয় টেস্টেই সেঞ্চুরি পেলেন তিনি। ২৯১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংসে ১০ চারের সঙ্গে ১ ছক্কা হাঁকিয়েছেন বাবার মতোই বাঁ-হাতি ব্যাটার।
চন্দরপলের আগে সেঞ্চুরি পেয়েছেন তাঁর সতীর্থ ব্রাথওয়েটও। টেস্ট ক্যারিয়ারে ১২ তম সেঞ্চুরি করলেন ক্যারিবিয়ানদের অধিনায়ক। শেষ তিন টেস্টে এটি দ্বিতীয় সেঞ্চুরি তাঁর। চন্দরপলের থেকে বেশি রান করলেও বল এবং বাউন্ডারিতে পিছিয়ে রয়েছেন তিনি। ২৪৬ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংসে ৭ চার হাঁকিয়েছেন এই ওপেনার।
ব্রাথওয়েট ও চন্দরপলের জোড়া সেঞ্চুরি অতীতের এক মাইলফলকে স্মরণ করে দিয়েছে। এবারই প্রথম ২০১২ সালের পর একই ইনিংসে ক্যারিবিয়ানদের দুই ওপেনার সেঞ্চুরি পেলেন। দুজনের জোড়া সেঞ্চুরিতে বিনা উইকেটে ২২১ রান করেছে ক্যারিবিয়ানরা।