কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭০ রানের বড় হারে কোয়ালিফায়ারে খেলার স্বপ্ন ভেঙে গেছে। ফাইনাল উঠতে হলে এখন আরও দুটি বড় বাধা অতিক্রম করতে হবে রংপুর রাইডার্সকে। তার মানে চ্যাম্পিয়ন হতে হলে জিততে হবে টানা তিন ম্যাচ!
রংপুরের এই দল নিয়ে সম্ভব? পিএসএল খেলার জন্য দেশে ফিরে গেছেন দলটির দুই পাকিস্তানি রিক্রুট শোয়েব মালিক আর হারিস রউফ। অভিজ্ঞ ও দক্ষ ব্যাটার শোয়েব মালিক চলে যাওয়ায় মিডল অর্ডার ব্যাটিং অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। দ্রুতগতির বোলার হারিস রউফের জায়গা পূরণও করতে পারেননি কেউ।
আজ (শুক্রবার) কুমিল্লার বিপক্ষে রংপুরের হয়ে খেলেছেন ৪ বিদেশি-আফগানিস্তানের নাভিন উল হক, আজমতউল্লাহ ওমরজাই ও রহমানুল্লাহ গুরবাজ ও ইংলিশ টম কোহলার-ক্যাডমোর। এলিমিনেটর পর্বে তাদের খেলার সম্ভাবনা খুব কম।
তাই নতুন করে আরও ৪ বিদেশি দলে টানার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে রংপুর রাইডার্স। আগামীকাল শনিবার ঢাকা আসছেন ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, নিকোলাস পুরান ও দাসুন শানাকা। রংপুর ম্যানেজমেন্ট সূত্র শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেছে এ তথ্য।
তথ্যসূত্র- জাগো নিউজ